• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফাইল শেয়ারিংয়ে একজোট হচ্ছে অপো-ভিভো-শাওমি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

চীনের তিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো, ভিভো ও শাওমি অ্যানড্রয়েড নির্ভর ফাইল শেয়ারিংয়ে একজোট হচ্ছে। ফাইল, অডিও ও ভিডিও শেয়ারের জন্য একটি পিয়ার-টু-পিয়ার ট্রান্সমিশন চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অপোর ভাইস প্রেসিডেন্ট  অ্যান্ডে উ জানিয়েছেন, অপো, ভিভো, শাওমির ব্যবহারকারী সংখ্যা বিশ্বে কয়েক মিলিয়ন। তাদের জন্য আরো সহজ ফাইল শেয়ারিং আনতে তিন প্রতিষ্ঠান কাজ করছে। ব্যবহারকারীরা যেন তিনটি স্মার্টফোন ব্র্যান্ডে দ্রুত, ঝামেলাবিহীন যেন ফাইল শেয়ার করা যায়, সে চিন্তা থেকেই এই চুক্তি করেছেন।
 
জানা যায়, এটি অনেকটা অ্যাপলের এয়ারড্রপের মতো হবে। এই তিন ব্র্যান্ডের অ্যালায়েন্সটি ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ ছাড়াই নিজেদের মধ্যে দ্রুত ফাইল, ছবি, অডিও ও ভিডিও আদান-প্রদান করতে দেবে। এই প্রক্রিয়ায় সর্বনিম্ন গতি পাওয়া যাবে প্রতি সেকেন্ডে ২০ এমবি।

এদিকে মার্কিন জায়ান্ট গুগলও এমন একটি দ্রুত ফাইল শেয়ারিং পদ্ধতি আনার পরিকল্পনা করেছে। যেখানে ব্লুটুথ ও ওয়াইফাই তৈরি করে দ্রুত ফাইল আদান-প্রদান করা যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –