• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পুলিশের ওপর হামলায় ঘটনায় ইউপি সদস্যসহ কারাগারে-৮

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পুলিশের ওপর হামলায় ঘটনায় ইউপি সদস্য আলাউদ্দিনসহ আট জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার বিকেলে আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

আলাউদ্দিন ১৩ নম্বর মন্দরী ইউপির তিন নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। বৃহস্পতিবার রাতে এসপি (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন, উত্তর সাঙ্গর গ্রামের কামাল মিয়া, শাহীন মিয়া, শাহবীর, ছানু মিয়া, জামাল মিয়া, আক্তার মিয়া ও নুরু মিয়া। 

বানিয়াচং থানার (ওসি) তদন্ত প্রজিৎ কুমার জানান, মঙ্গলবার রাতে গুরুগৃহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন খালি জায়গায় বাউল ও জুয়া খেলার আসর বসে। বাউল গানের নামে জুয়া ও অসামাজিক কার্যকলাপ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –