• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পুরান ঢাকার সমস্যা সমাধানে নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সরকার নগর পুনঃউন্নয়ন (আরবান রিডেভেলপমেন্ট) প্রকল্প গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স.ম. রেজাউল করিম। তিনি বলেন, এ সংক্রান্ত সাতটি এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য অ্যাডভোকেট আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স.ম রেজাউল করিম আরো বলেন, এরইমধ্যে হাজারীবাগ ট্যানারী এলাকাকে একটি পরিকল্পিত মিশ্র এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের নগর পুনঃউন্নয়ন প্রকল্প বাংলাদেশে নতুন হওয়ায় এই বিষয়ে একটি ধারণা গ্রহণ করতে কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, রাজউকের চলমান ডিটেইল এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) নগর পুনঃউন্নয়নের ধারণাপত্র বাস্তবায়ন কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –