• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগাছায় আর্থিক সহায়তা পাচ্ছে ৫৪ হাজার পরিবার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২১  

ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার ৫৪ হাজার ৭শ’ অসহায়, গরিব পরিবারের মাঝে ভিজিএফ (আর্থিক) সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। পরে জেলা প্রশাসক আসিব আহসান পীরগাছা সদর ইউনিয়নে অনুরূপ এই কর্মসূচির উদ্বোধন করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, এ উপজেলায় মোট ৫৪ হাজার ৭০৩ জনকে ভিজিএফ (আর্থিক) সহায়তার আওতায় আনা হয়েছে। এরমধ্যে কল্যাণী ইউনিয়নে ৪ হাজার ৬শ’, পারুল ইউনিয়নে ৬ হাজার ৮শ’, ইটাকুমারী ইউনিয়নে ৪ হাজার ৫৫০, অন্নদানগর ইউনিয়নে ৫ হাজার ৪শ’, ছাওলা ইউনিয়নে ৭ হাজার ৩শ’, তাম্বুলপুর ইউনিয়নে ৭ হাজার ২৮০ জন, পীরগাছা সদর ইউনিয়নে ৮ হাজার ২৩ জন, কৈকুড়ী ইউনিয়নে ৬ হাজার এবং কান্দি ইউনিয়নে ৪ হাজার ৭৫০টি পরিবার রয়েছে।

প্রত্যেক পরিবারকে ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ইউপি সচিব সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম, ওসি তদন্ত শাহিনুর রহমান, পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন, ইউপি সচিব মোস্তাক আহম্মেদ প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –