• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পাসে শীর্ষে দিনাজপুর: তলানিতে লালমনিরহাট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাসের হারে শীর্ষে রয়েছে দিনাজপুর। এ জেলায় পাসের হার ৮৪.৮৭। তলানিতে অবস্থান করছে লালমনিরহাট। এ জেলায় পাসের হার ৭৭.৪৪। রোমবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরে ৩৫ হাজার ৯৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০ হাজার ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৮৩৪ জন। আর লালমনিরহাটে ১৫ হাজার ৩ ৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৯৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বোর্ডের অধীনে দ্বিতীয় অবস্থানে থাকা গাইবান্ধায় পাসের হার ৮৪.৭৪, জিপিএ-৫ এক হাজার ৬৪৮টি। তৃতীয় রংপুরে পাসের হার ৮৩.৪৪, জিপিএ-৫ দুই হাজার ৮৫১টি। চতুর্থ নীলফামারীতে পাসের হার ৮৩.২৫, জিপিএ-৫ এক হাজার ৪৭২টি। পঞ্চম ঠাকুরগাঁওয়ে পাসের হার ৮২.৬৪, জিপিএ-৫ এক হাজার ১৭৩টি। ষষ্ঠ পঞ্চগড়ে পাসের হার ৮১.০৫, জিপিএ-৫ ৫৫৭টি। সপ্তম কুড়িগ্রামে পাসের হার ৭৯.৬৩, জিপিএ-৫ এক হাজার ৯২টি।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে ১২২টি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –