• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর গেট দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুচলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানবাড়ি কুজারবাজার এলাকার আব্দুল গণির ছেলে ছমির উদ্দিন (৩৮), দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালারডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৫০)। এছাড়াও অপর এক আসামি দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা সাইদী (৪৫) কৌশলে পালিয়ে যায়।

এ সময় ছমির উদ্দিনের বাড়ি থেকে তিনটি চটের বস্তায় ১০০ পিস ভারতীয় জড়জেট শাড়ি, বিভিন্ন প্রকার কসমেটিকস্ ও ১টি ব্যাটারিচালিত অটোভ্যানসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃত মালামালের মূল্য ৪ লাখ ৯২ হাজার ২৮০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের  পানবাড়ি কুজার বাজার এলাকার ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, চোরাচালান মামলায় আটককৃত দুই আসামিকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –