• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান, ভূট্টা, গম, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ,টমেটো,মুগ,মসুর,খেসারি ডাল বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা  পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ মো. মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এ সময় বিভিন্ন প্রকার ফসলের বীজ  ও সার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু , পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম টি .এন স্কুল  অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা জানান, সরকার কৃষকদের কথা ভেবে বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ প্রণোদনা হিসেবে দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার ‍কৃষক ও কৃষি বান্ধব সরকার। এই প্রণোদনা আমাদের কষ্ট লাঘবে অনেকটা সহায়তা করবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –