• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০১৯  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম(৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে বলে জানাগেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বহে চলা সানিয়াজান নদীর ভারতীয় অংশের পাশে ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা দলটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করেন। পরে বিএসএফ উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যান।

রংপুর ৫১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাংলাদেশির মরদেহ ফেরতের জন্য বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। 

বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল আসাদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি আমার ইউনিয়নের।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –