• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাটগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯  

গত ২ ফেব্রুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল ইসলামের (৩৩) লাশ দু’দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজকে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা বাউরা ইউনিয়নের জমগ্রাম ও ভারতের কুচিবাড়ি সীমান্ত ৮০২/৭ পিলারে মরদেহটি হস্তান্তর করে দুঃখ প্রকাশ করে বিএসএফ।

শনিবার (২ ফেব্রুয়ারী) সকালে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার ৮০২/৭ নং আন্তর্জাতিক পিলারের ভারতীয় ২শত গজ অভ্যন্তরে ওই গরুর রাখালকে গুলি করে হত্যা করা হয়। দিনভর নানা নাটকীয়তার পর ওই দিন বিকেলে ক্যাম্প কমান্ডার পর্যয়ে পতাকা বৈঠকে হত্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ।

নিহত আসাদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবিনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে ফিরার পথে শনিবার(২ ফেব্রুয়ারী) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪৩ ব্যাটালিয়নের নিউকুচলিবাড়ি ক্যাম্পের টহল সদস্য তাদের ধাওয়া দিলে চোরাকারবারী পাল্টা আক্রমনের চেষ্টা করে। এ সময় আত্নরক্ষার জন্য বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় গরুর রাখাল আসাদুল ইসলাম। ওই দিন বিকেলে পতাকা বৈঠকে হত্যার দায় স্বীকার করে বিজিবি’র কাছে দুঃখ প্রকাশ করে বিএসএফ। পতাকা বৈঠকের সিদ্ধান্ত মতে মরদেহ ময়না তদন্ত করে সোমবার(৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি’র উপস্থিতিতে ওই সীমান্তে পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এ সময় ভারতীয় কুচলিবাড়ি থানার ওসি সুবাশ চন্দ্র রায় মরদেহটি পাটগ্রাম থানার উপ পরিদর্শক(এসআই) জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে পাটগ্রাম থানা পুলিশ মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –