• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০১৯  

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আতাবুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় কোচবিহার-১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের আরকেবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
আতাবুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার খোকা মিয়ার ছেলে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার ভোরে বাউরা সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে কোচবিহার-১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের আরকেবাড়ী ক্যাম্পের একটি টহল দল আতাবুলকে আটক করে নিয়ে যায। এই ঘটনা জানতে পেরে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে আতাবুলকে ফেরত চেয়ে এক পতাকা বৈঠকের আহ্বান জানালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আতাবুলকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, আতাবুলকে ফেরত আনার ব্যাপারে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখনও তাকে ফেরত দেয়নি বিএসএফ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –