• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুন ২০২১  

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র জং।

সংবাদে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়, এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ হয়।

মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপের মধ্যে এখনো ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন বলে খবরে বলা হয়। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

ঘটনার পরপর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –