• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাউবো নাটকীয়তায় হুমকিতে ‘অবসর’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘অবসর’র পেছনে বোমা মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বিলাসবহুল ভবনটি।

পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে পুকুরটি খনন করা হচ্ছে। এ নিয়ে নাটকীয় বক্তব্য দিচ্ছেন পাউবো কর্মকর্তারা।

জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘অবসর’র পেছনে পুকুরটি খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। অর্ধকোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকদারী প্রতিষ্ঠান বেলাল কনস্ট্রাকশন। দায়িত্ব পেয়েই পাউবো’র কয়েকজন কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারি পরিপত্র না মেনে দুটি বোমা মেশিন দিয়ে খনন কাজ চালিয়ে যাচ্ছেন ওই প্রতিষ্ঠানের মালিক আশিক ইমতেয়াজ মনি। পুকুর খননের নামে ৫০-৬০ ফুট নিচ থেকে বালু তুলছেন তিনি। এতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘অবসর’ হুমকির মুখে পড়েছে।

ঠিকাদার বলেন, আমি বোমা মেশিন দিয়ে পুকুর খনন করছি। পাউবো’র সব কর্মকর্তা বিষয়টি জানেন। অনিয়ম হচ্ছে কিনা তারা ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে নাটকীয় বক্তব্য দেন পাউবো’র প্রকৌশলী হাফিজুর রহমান, ডালিয়া-দোয়ানী পয়েন্টের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

হাফিজুর রহমান বলেন, সরকারি নিয়ম মেনেই পুকুর খনন করা হচ্ছে। আমি ইঞ্জিনিয়ার, আমি জানি এতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘অবসর’র কোনো ক্ষতি হবে না।

ডালিয়া-দোয়ানী পয়েন্টের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সংরক্ষিত এলাকার কাজে অনিয়ম হওয়ার সুযোগ নেই। বোমা মেশিন দিয়ে পুকুর খননের অনুমতি আছে কি না তা প্রকৌশলী বলতে পারবেন।

পাউবো’র রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, বোমা মেশিন নয়, ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করতে বলা হয়েছে। আমি ওই কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীকে বলে দিচ্ছি।

লালমনিরহাটের ডিসি আবু জাফর বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন অবসর’র পেছনে বোমা মেশিন দিয়ে পুকুর খননের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –