• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে ধর্ষকের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেরে বাংলা পার্কের সামনে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বীপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জিতীস চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ. সাধারণ শ্যামল কুমার রায়, আটোয়ারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মনোজ রায় হিরু, ওই স্কুল ছাত্রীর বাবা হিরা লালসহ সর্বস্তরের জন সাধারণ অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তারা ধর্ষণের দায়ে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী তার নানার বাড়ি বেড়াতে গেলে আইনজীবী ওই স্কুল ছাত্রীর বাবা তার জন্য বাজারে অপেক্ষা করছে এমন কথা বলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কৌশলে ডেকে নিয়ে আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় সুশিলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত আইনজীবী হাবিবুর রহমানকে আটক করে।

পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে আটোয়ারী থানায় ওই আইনজীবিকে প্রধান আসামী করে ৩ জনের নামে একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –