• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বিএনসিসি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্ট।

‘আতংক নয়, সচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধের উপায়’ স্লোগানে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনসিসির সদস্যরা। এ সময় মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেখলেই ছুটে গিয়ে মাস্ক পরিয়ে দিচ্ছিলেন তারা। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।

এ কর্মসূচিতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন।

এর আগে, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ মাঠে ক্যাডেটদের সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান, সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –