• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসাহ আর উদ্দীপনার  মধ্যে দিয়ে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মিছিল আর শোডাউন নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন।

এসময় প্রার্থীতার নামে নামে শোলাগানে মুখরিত ছিল গোট পৌর এলাকা। মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম ও জাগপার মনোনীত প্রার্থী শাহারিয়ার আলম বিপ্লব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়ন পত্র জমা দেন তারা।

এসময় পঞ্চগড় পৌর সভার ৯টি ওয়ার্ডের  মোট ৫৪ জন পুরুষ ও মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তাদের মনোয়নপাত্র জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটর সংখা ৩৫ হাজার ১১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

মনোনয়ন জমা দানের পর পৌর বাসির কাছে প্রত্যাাশার প্রতিশ্রুতি দেন সকল প্রার্থীরা। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –