• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যানকে মোবাইলে হত্যার হুমকি

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সংগঠক পলাতক মেজর জিয়ার (বহিষ্কার) অনুসারী পরিচয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে আনোয়ার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আনোয়ার সাদাত সম্রাট বলেন, গত ১৭ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার মোবাইলে ০১৬৩১৫৮৬৫১৫ নম্বর থেকে একটি ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে মেজর জিয়ার অনুসারী বলে পরিচয় দিয়ে বলেন, আমাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছে। তাদের বের করতে ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন। আপনি পাঁচ লাখ টাকা দেবেন। তা না হলে আপনি ও আপনার পরিবারকে হত্যা করা হবে।

এছাড়া ০১৭৪৫৭৮১০৭৬ ও ০১৭৯৬০৬৪৩৮৯ নম্বর থেকে একই হুমকি দেওয়া হয়েছে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপু, হাফিজাবাদ ইউনিয়নের ব্যবসায়ী বাবুল খান, ভজনপুর এলাকার পাথর ব্যবসায়ী আব্দুল মান্নান ও নিমনগর এলাকার ব্যবসায়ী সাইফ জামিল লিখনসহ একাধিক ব্যক্তিকে। এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপুও পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, ‘যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমরা তাদেরকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছি। বিষটি খতিয়ে দেখছি। আশা করি দুই-একদিনের মধ্যেই এ সমস্যার উদঘাটন করতে সক্ষম হবো। অপরাধী যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –