• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সাইনবোর্ড এলাকায় ট্রাকচাপায় মিন্টু হোসেন (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ফুলকপি নিয়ে পার্বতীপুর বাজারে যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী মিন্টু। এসময় সাইবোর্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ভ্যানচালক জামিরুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিরুলের বাড়ি নিহত মিন্টুর বাড়ির পাশের গ্রাম ছাইয়ের মোড়ে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর সীমানার মধ্যে হয়েছে। তাই বিষয়টি তদন্ত করছে পার্বতীপুর থানা পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –