• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নায়িকা থেকে লেখিকা শম্পা হাসনাইন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন শম্পা হাসনাইন। এরপর তার অভিনীত ৮টি সিনেমা মুক্তি পায়। তবে নতুন খবর হচ্ছে এ অভিনেত্রী এবার ‘অমর একুশে গ্রন্থমেলা’য় দুটি উপন্যাসের বই নিয়ে হাজির হচ্ছেন। 
উপন্যাস দুটি হলো ‘চা খাবে মীরু’ ও ‘অ-লক্ষ্মী’। বই দুইটি বাজারে আনছে অনন্যা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপন্যাস দুটির মোড়ক উন্মোচন করা হয়।

এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নৃত্যশিল্পী লায়লা হাসান। বিশেষ অতিথি ছিলেন রম্য লেখক আহসান কবির। 

এ সময় বক্তারা বলেন, একজন অভিনয় শিল্পী লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেছে এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। একজন লেখকের অনেক কষ্টের ফসল তার বই। অভিনয়ের অঙ্গনে থেকেও লেখালেখির অঙ্গনে নিজের প্রকাশ ঘটাতে শম্পাকে অভিনন্দন জানাই। 

তারা আরো বলেন, অভিনয়ের জগতে শম্পা হাসনাইন যেভাবে জনপ্রিয়তা পেয়েছে লেখালেখিতে সেভাবে জনপ্রিয়তা অর্জন করুক এটাই প্রত্যাশা। তার এ লেখালেখি সে অব্যাহত রাখুক এবং ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাক।

শম্পা হাসনাইন বলেন, আসছে গ্রন্থমেলায় ‘অ-লক্ষ্মী’ এবং ‘চা খাবে মীরু’ নামে দুটি উপন্যাস প্রকাশ পাবে। এবারই প্রথম একসঙ্গে দুটি উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে আমার। বিষয়টি সত্যিই ভালোলাগার। আমার বিশ্বাস, পাঠকরা উপন্যাস দুটি পছন্দ করবেন। 

প্রসঙ্গত, সবশেষ কাজী সাইফ আহমেদের পরিচালনায় মীর সাব্বিরের বিপরীতে ‘বারো ভোল্টের বারেক’ নাটকে অভিনয় করেন সম্পা। এছাড়া গত বছর নাসিম সাহনিকের ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় তাকে দেখা গেছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –