• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নারী ও শিশুর প্রতি জেন্ডারবৈষম্য রোধে নীলফামারীতে আলোচনা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোর সম্প্রদায়ের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৫ নভেম্বর/২০২০) বিকেলে সদর উপজেলার পঞ্চপুকুর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান সরকার। 

প্রকল্পের সিনিয়র জেলা ব্যাবস্থাপক মাইকেল বাস্কের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরুন নাহার শাহাজাদী,ব্র্যাক জেলা সমন্বয়কারী লাইলুন নাহার, নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুন নবী ,পঞ্চপুকুর স্কুল ও কলেজ এর অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল, রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মাধুরী সূত্রধর, রংপুর ডিভিশনাল ম্যানেজার সেলিনা বেগম । 

আলোচনা সভায় ব্র্যাক প্রতিনিধিরা জানান, জেন্ডার সমতা একটি সোশাল কন্সট্রাকশনের বিষয়। জেন্ডারবৈষম্য দূরীকরণের পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিবন্ধকতা দূর করেত হবে। আইনগত কাঠামো আমাদের আছে। এর যথাযথ বাস্তবায়ন হলে সমস্যা দূর করা যাবে। স্থানীয় পর্যায়ে এখন নারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা নীলফামারী সহ সারা দেশের ৪২ জেলায় জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছি।

ব্র্যাক পল্লী সমাজ(গ্রাম ভিত্তিক নারীদের সংগঠন), স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জেন্ডারভিত্তিক সমতা আনায়নে কাজ করে যাচ্ছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –