• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দেশের সুনাম ছড়াতে চান শাহীন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

দেশের ৫৪ জেলায় নয়নাভিরাম ভাষ্কর্য তৈরি করে সুনাম অর্জন করেছেন কুড়িগ্রামের শাহীনুল হক। শুধুমাত্র মাটি দিয়ে দুই পরীর হাতের উপর বাড়ি, দেয়ালের গায়ে বিলুপ্তপ্রায় জীবজন্তুর প্রতিচ্ছবি তৈরি করে সুনাম অর্জন করেছেন তিনি। সবার কাছে তিনি ‘মাটিবাবা’ নামে পরিচিত।

শাহীন উল হক যশোরের বালিয়া ডাঙ্গা গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি স্যানেটারি ব্যবসা প্রতিষ্ঠানে কারিগর হিসেবে কর্মরত রয়েছেন।

এখানে তিনি বালু, মাটি, সিমেন্ট, রড, এ্যাশ পাউডার দিয়ে ডায়নোসর, বাঘ, সিংহ, হাতি, হরিণ, বক, কবুতর, ক্যাঙ্গারুসহ বিভিন্ন জীবজন্তু তৈরি করেন। যা দেখতে ভিড় করেন দূরদূরান্তের মানুষ।

শাহীন উল হক ডেইলি বাংলাদেশকে বলেন, আমি একজন বড়মাপের ভাস্কর হতে চাই। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। সরকারি, বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা পেলে আমি দেশের সুনাম ছড়িয়ে দিতে পারবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –