• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দেশী খেলোয়াড়রাই টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। ৩৮ দিনের এ টুর্নামেন্ট চলে এসেছে শেষের দিকে। আজ খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস ম্যাচের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের পর্দা নামবে। ফাইনালের আগে সম্ভাব্য টুর্নামেন্ট সেরা কে হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এবারের বিপিএলে মূলত দেশী খেলোয়াড়রাই টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে আছেন। মোটামুটি চারজন খেলোয়াড় এখানে এগিয়ে থাকলেও ফাইনালের পারফরম্যান্সে এই হিসেব উল্টে যেতে পারে। কারণ তাদের কাছাকাছি আছেন আরো কিছু ক্রিকেটার। 
 
বঙ্গবন্ধু বিপিএলের টুর্নামেন্ট সেরার দৌড়ে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম, রাইলি রুশো, শোয়েব মালিক ও সৌম্য সরকার। এছাড়া রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, রবি ফ্রাইলিংক ও লিটন দাসও আছেন এই দৌড়ে। অবশ্য শেষোক্ত তিনজন ফাইনালে বিশেষ কিছু করলে তবেই টুর্নামেন্ট সেরার দাবীদার হতে পারবেন। 

পরিসংখ্যানের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মুশফিকুর রহিম। চলমান বিপিএলে খুলনার হয়ে ১৩ ম্যাচে এরই মধ্যে ৪৭০ রান করে ফেলেছেন তিনি। তার নামের পাশে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। ফাইনালে মাত্র ৭ রান করলেই দেশী ব্যাটসম্যান হিসেবে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। বিপিএলের এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন পর্যন্ত তিনিই। 

রানের দিক থেকে এরপরই আছেন রাইলি রুশো। তার রান ৪৫৮। তৃতীয় স্থানে থাকা শোয়েব মালিকের রান ৪৪৬। মালিকের নামের পাশে ৫ উইকেট থাকায় তিনি রুশোর চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন। 

ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে এরপর আছেন সৌম্য সরকার। মূলত নিজের অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই এগিয়ে আছেন তিনি। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে ৩৩১ রান করেছেন সৌম্য। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১২ উইকেট। তার অধিকাংশ উইকেটই গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছে। ফলে তিনি টুর্নামেন্ট সেরা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 
 
বোলারদের মাঝে মূলত মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন এগিয়ে আছেন। দুজনের ঝুলিতেই আছে সমান ২০টি করে উইকেট। তবে মুস্তাফিজ ১২ ও রুবেল ১৩ ম্যাচে এতগুলো উইকেট শিকার করেছেন।

১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিনে আছেন রবি ফ্রাইলিংক। ব্যাট হাতে শেষদিকে কিছু রানও যোগ করেছেন তিনি। ফলে অন্যান্যদের পাশাপাশি তিনিও টুর্নামেন্ট সেরার দাবীদার হতে পারেন। 

লিটন দাস ও আফিফ হোসেনও আছেন সম্ভাব্য টুর্নামেন্ট সেরার তালিকায়। দুজনে ব্যাট হাতে করেছেন যথাক্রমে ৪৩০ ও ৩৬০। তবে আফিফের নামের পাশে ৭ উইকেট থাকায় এই বিবেচনায় কিছুটা এগিয়ে আছেন তিনি। ফাইনালে বিশেষ কিছু করে ফেললে এদের কারো হাতে টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –