• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দূর্বা ঘাসে সারবে আমাশয়!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

কেটে গেলে দূর্বা ঘাসের রস লাগালেই রক্ত বন্ধ হয়, একথা সবারই জানা। তবে জানেন কি? আগাছাজাতীয় এই ঘাসের রয়েছে মূল্যবান ওষুধি গুণ। 

রক্তক্ষরণ, চুল পড়া, চর্মরোগ, দন্তরোগ ও আমাশয়ে বেশ উপকারী দূর্বা ঘাস। জেনে নিন আগাছা মনে করা দূর্বা ঘাসের ওষুধি গুণ- 

> বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে এক ঘণ্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন।

> মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পরলে দূর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খেলে এই রোগের উপশম হয়।

> শ্বেত প্রদাহজনিত দূর্বলতায় দূর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সমপরিমাণ মিশিয়ে খেলে রোগীরা উপকৃত হবেন।

> আমাশয়ে দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ও ডালিম পাতার রস ৪ থেকে ৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ বার খান। আমাশয় ভালো হয়ে যাবে। 

> প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস, দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাবেন। তবে অর্শ্বরোগ থাকলে এটা খাওয়া যাবে না।

> গর্ভধারণে অসমর্থ নারীরা দূর্বা ও আতপ চাল এক সঙ্গে বেটে বড়া করে খেতে পারেন। ভাতের সঙ্গে এই বড়া সপ্তাহে তিন-চারদিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –