• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দিনাজপুরে সড়কে স্পিড ব্রেকার কাড়ল শিক্ষিকার প্রাণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন রাস্তায় যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার দেওয়ায় এবং স্পিড ব্রেকারে রং বা চিহ্ন না থাকায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা।

দিনাজপুরের হাকিমপুরে স্পিড ব্রেকারের কারণে দুঘটনায় আহত হওয়ার পর  আজ শনিবার (৬ মার্চ) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেহেনা বেগম (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা।

স্পিড ব্রেকার দেখতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান তিনি।

নিহত রেহানা বেগম হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী এবং উপজেলার  বিশাপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেহেনা বেগম। পথে চণ্ডিপুর ডলি মেমোরিয়াল স্কুলের সামনের সড়কে থাকা  স্পিড ব্রেকারে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাঁকে রংপুরে পাঠানো হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে থাকা অবস্থায় আজ শনিবার ভোররাতে মারা যান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –