• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুর জেলা প্রশাসককে ১০ হাজার পিস মাস্ক প্রদান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

করোনা রোধে দিনাজপুর জেলা প্রশাসককে ১০ হাজার পিস মাস্ক প্রদান করেছে বিরল ল্যান্ড পোর্ট লি. কর্তৃপক্ষ। বুধবার জেলা প্রশাসক মাহমুদুল আলমের কাছে এই মাস্ক প্রদান করেন বিরল স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. সহিদুর রহমান পাটোয়ারী মোহন ও পরিচালক আজিজুল ইকবাল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘এই সংকটকালীন সময়ে সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানোর একটা সুবর্ণ সুযোগ। দুজন ব্যবসায়ী দিনাজপুরের সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করার জন্য এগিয়ে এসেছেন। 

দিনাজপুরে শতভাগ মানুষকে মাস্ক ব্যবহার করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতায় শতভাগ মানুষ মাস্ক ব্যবহার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –