• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট থেকে দালাল আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সোমবার সকালে হাসান আলী ওরফে রমজান নামে এক দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসেন উদ্দিন তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত রমজান শহরের মিশনরোর্ড এলাকার সিদ্দিক আলীর ছেলে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সম্মন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম জানান, যারা পাসপোর্ট প্রক্রিয়ায় অভিজ্ঞতা নেই কিংবা দ্রুত পাসপোর্ট দরকার। এমন সেবাগ্রহীতাদের টার্গেট করেন দালালরা। তারা দ্রুত পাসপোর্ট পাইয়ে দিতে দর কষাকষি করে প্রতারণা করে থাকেন। সোমবার সকালে একজন নারীকে পাসপোর্ট পাইয়ে দেয়ার কথা বলে ৩ হাজার ৪০০ টাকার পাসপোর্ট ৫ হাজার ২০০ টাকা দাবি করেন রমজান নামে ওই দালাল । এ সময় ওই নারী দুদক দিনাজপুরের সম্মন্বিত জেলা কার্যালয়ে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই দালালকে কারাগারে পাঠানো হয়েছে । 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –