• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দর্শক থাকছে না বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। করোনাভাইরাসের কারণে এই সিরিজে কোনো দর্শক থাকছে না। তবে ম্যাচ কভার করার জন্য শ্রীলংকার সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (এসএলসি)

চলতি বছর জানুয়ারিতে শ্রীলংকা সফরে এসেছিল ইংল্যান্ড। দুই টেস্ট ম্যাচের দুটিতেই জয় পেয়েছিল সফরকারী দলটি। সেই সিরিজে কোনো দর্শক এবং সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। তবে এই সিরিজে দর্শক না থাকলেও সাংবাদিকরা প্রবেশাধিকার পেয়েছেন।

শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) ব্যবস্থাপনা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা ডি সিলভা ব্যাপারে বলেন, আমরা সাংবাদিকদের জন্য ধীরে ধীরে সুযোগ করে দিচ্ছি। তারা চলতি সিরিজে মাঠে আসতে পারবে এবং প্রতিদিনই টেস্ট ম্যাচ কভার করতে পারবে।

প্রতিদিনই উপস্থিত সাংবাদিকদের এন্টিজেন পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন অর্জুন। টেস্টের সকল খরচ শ্রীলংকা ক্রিকেট বহন করবে। যদিও মাঠে থাকছেন না কোনো দর্শক।

সিরিজের প্রথম ম্যাচ ২১ এপ্রিল দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল শুরু হবে। উভয় ম্যাচই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে শ্রীলংকা সফর করেছিল বাংলাদেশ। সেখানে নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের হারিয়েছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ - ড্র হয়েছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –