• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঢাকার পর চট্টগ্রামে ‘বিনা মূল্যের জয় বাংলা অক্সিজেন সেবা’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে শুরু করা জয় বাংলা অক্সিজেন সেবা ঢাকার পর এবার চট্টগ্রামে শুরু হয়েছে। ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসুর সদ্য সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ কার্যক্রমের সহযোগী।

সাদ বিন কাদের চৌধুরী জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার ক্রয়ে সামর্থ্য হবে না। সাধারণ জনগণের দুর্ভোগ লাগব করতে আমরা চট্টগ্রামেও বিনামূল্য জয় বাংলা অক্সিজেন সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। অতিদ্রুত এ সেবা চাহিদা অনুযায়ী দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চান বলে এ সম্পাদক জানান।

তিনি জানান, জুন মাসের ২৫ তারিখ থেকে আমরা রোগীদের মাঝে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করি। জয় বাংলা অক্সিজেন সেবা নামে প্রথমদিকে রাজধানীতে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমদের যাত্রা। বর্তমানে ঢাকার সেবায় ২৫টি সিলিন্ডার রয়েছে। প্রতিদিন এসব সিলিন্ডার সংগ্রহ করি আবার চাহিদা অনুযায়ী করোনা আক্রান্তদের মাঝে বিতরণ করি।

চট্টগ্রাম নগরে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা প্রদান করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এম. তানভীরুজ্জামান নিরব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একরামুল হক বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান সাঈদ, তানভীর আলম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ এমরান আশিক। স্বেচ্ছাসেবকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিনামূল্যের অক্সিজেন সেবা রোগীর বাড়িতে পৌছিয়ে দেবেন তারা। স্বেচ্ছাসেবকদের মুঠোফোন নম্বর হলো- তানভীর আলম চৌধুরী- ০১৭৭৪২৯৩৮৩১, হাসান সাঈদ- ০১৩১৮৮৮১১৩১, কামরুল, ০১৩১৯০১৮৬৭৮, এমরান আশিক- ০১৮৬৬৭৪০৫৮২, এম. তাভীরুজ্জামান নীরব- ০১৬২৬৮৯০৮১৫, একরামুল হক বাবলু- ০১৮৫৪৮৩২৯১৭।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –