• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে গরু আনতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদী পার হয়ে গরু আনতে গিয়ে কোহিনূর বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউপির ধাকদহ গোপালপুর (বালাডাঙ্গী) নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত কোহিনূর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউপির ধাকদহ গোপালপুর গ্রামের ফয়সাল আলীর স্ত্রী।

জানা যায়, শনিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে সীমান্ত ঘেষা বালাডাঙ্গী মাঠে থাকা গরু আনতে যাওয়ার সময় কুলিক নদীর পানির স্রোতে কোহিনুর তলিয়ে যান। পরে বিকেল ৩টার দিকে এলাকাবাসী ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে স্বামী স্ত্রী দুজনই বাড়ির পার্শ্বে কুলিক নদী পার হয়ে বালাডাঙ্গী নামক মাঠে থাকা গরু আনতে যায়। এ সময় কোহিনুর কুলিক নদীর পানির স্রোতে তলিয়ে যান। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –