• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

টিকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই- পররাষ্ট্রমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২১  

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল শনিবার এক ভিডিও বার্তায় এ কথা জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের মানুষ সৌভাগ্যবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য বিনা মূল্যে কভিডের টিকা পাওয়ার ব্যবস্থা করেছেন। বিশ্বের ১৩০টি দেশ এখনো কভিডের টিকা পায়নি। যুক্তরাষ্ট্রে করোনার টিকা দিতে ৮০ ডলার প্রয়োজন। ইউরোপেও এ টিকা দিতে বেশ কিছু ইউরো প্রয়োজন হয়। আর এ দেশে মানুষকে কভিডের টিকার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে দামে টিকা কিনেছে এত কম দামে আর কেউ টিকা দিতে পারবে না। ভারতে মহামারির মাত্রা বেড়ে যাওয়ায় এখন টিকা সরবরাহ করতে পারছে না। বাংলাদেশ চীনের কাছ থেকে টিকা কিনছে। শিগগিরই যথেষ্ট পরিমাণ টিকা পাওয়া যাবে।
 
উল্লেখ্য, আগামী বুধবার চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছার কথা। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –