• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জুয়েল হত্যা: পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন ডিসি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

গুজব ছড়িয়ে পিটিয়ে-পুড়িয়ে হত্যার শিকার রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান মো. শহিদুন্নবী জুয়েলের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর।

রোববার(৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিহতের পরিবারের পক্ষে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া হাতে ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করে জেলা প্রশাসক আবু জাফর। এ সময় সাথে ছিলেন নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবী।

নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

নিহত জুয়েলের মেয়ে জেবা বলেন, আমার বাবাকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার কর্যক্রম দ্রুত চাই। শুধু অনুদান নয়, বাবার হত্যাকারীদের বিচার চাইতেই এসেছি আমি। বিচার পেলেই আমি ও আমার পরিবারের কষ্ট একটু হলেও কমে যাবে।

নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুব মোঃ তওহিদুন্নবী বলেন, দোষীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান থাকায় ভরসা পেয়েছি। প্রশাসনের তৎপরতায় আমাদের বিশ্বাস ন্যায় বিচার পাবো। ন্যায় বিচারের অপেক্ষা রয়েছি। আশা করছি প্রকৃত দোষীদের বিচার খুব দ্রুত সম্পন্ন হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –