• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ছাত্রদলের ১২ ইউনিট কমিটি ভেঙ্গে দেয়া হলো নীলফামারীতে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নীলফামারীর  ১২টি  ইউনিটের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল জেলা সভাপতি সালেকীন আহমেদ সজিব ও সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নীলফামারীর চার উপজেলা, তিন পৌরসভা এবং পাঁচ কলেজ শাখা ১২ ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।


বিলুপ্ত  কমিটি গুলোর মধ্যে নীলফামারীর সদর উপজেলা শাখা, নীলফামারী পৌরসভা শাখা, নীলফামারী সরকারি কলেজ শাখা, ডোমার উপজেলা শাখা, ডোমার পৌরসভা শাখা, ডোমার সরকারি কলেজ, চিলাহাটি সরকারি কলেজ শাখা, ডিমলা উপজেলা শাখা, ডোমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা  জলঢাকা উপজেলা শাখা, জলঢাকা পৌরসভা শাখা ও জলঢাকা সরকারি কলেজ শাখা।


বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক সাংবাদিকদের জানান কেন্দ্রীয় কমিটির নির্দেশে মেয়াদ উত্তীর্ণ  ইউনিট কমিটি গুলো পূর্ণগঠনের জন্য উক্ত কমিটিগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।  আমরা কেন্দ্রের নির্দেশ মতো নুতনভাবে কমিটি গঠন করে নীলফামারী জেলা জুঁড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে সক্ষম হবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –