• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চাঞ্চল্যকর বাল্য বিয়ে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

লালমনিরহাটের কালীগঞ্জে হিন্দু মহাজোটের নেতাদের বিরুদ্ধে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বাল্য বিয়ে দেয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হিন্দু মহাজোটের পাঁচ নেতার বিরুদ্ধে কালীগঞ্জ থানা, ইউএনও, জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপির কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজছাত্র পংকজ কুমারের বাবা শশী কুমার রায়। অভিযুক্তরা হলেন প্রেমান্দ রায়, স্কুলছাত্রীর নানু ডা. অজয় কুমার রায়. সুমন্ত কুমার রায়, তারক নাথ, বাদল কৃষ্ণ রায়।

বৃহস্পতিবার কৃষ্ণ কুমারের বাড়িতে হিন্দু সাম্প্রদায়ের সংঘ সভা চলছিল। ওই সময় নাতনি লতা রানীকে নিয়ে আসেন ডা. অজয় কুমার। কিছুক্ষণ পর শশী কুমারের ছেলে পংকজকে লতার সঙ্গে কথা বলতে দেখে তাকে তুলে নিয়ে যান অজয় কুমার। পরে পংকজকে তার নাতনীকে বিয়ে করতে বলেন তিনি। কিন্তু বিয়েতে পংকজ অস্বীকৃতি জানালে ধর্ষণ মামলার হুমকি দেন প্রেমান্দ রায়। পরে জোরপূর্বক বিয়ে দিয়ে ছেলে বাড়িতে নিয়ে যায় হিন্দু মহাজোটের নেতারা। ভোর ৪টার দিকে পংকজের বাবা শশী কুমারকে ঘুম থেকে ডেকে তার পত্র বধুকে ঘরে তুলে নিতে বলে তারা। শশী কুমার বিয়ে মেনে না নেয়ায় বাড়ি ভাঙচুর করে নেতারা। পংকজের বাবা শশী কুমার ডেইলি বাংলাদেশকে বলেন, আমার ছেলের বিয়ের বয়স হয় নি। বয়স হলে বিয়ে দিতো, আমার কোন আপত্তি থাকতো না। এ বিয়ে আমি মানি না।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, ছেলে ও মেয়ের পক্ষ থেকে দুটো অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –