• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় বিলুপ্তি প্রায় ঘড়িয়াল উদ্ধার করেছে এলাকাবাসী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

গাইবান্ধার সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া এলাকায় বিলুপ্তি প্রায় ঘড়িয়াল আটক করে এলাকাবাসী। সেটি বন বিভাগ উদ্ধার করে স্থানীয় যমুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘড়িয়ালটি উদ্ধারের পর বিকেলের দিকে কামারজানিস্থ যমুনা নদীতে অবমুক্ত করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া এলাকায় ঘড়িয়াটি দেখতে পায় লোকজন। এরপর সেটি আটক করে আবদ্ধ করে রাখা হয়। এরপর পরিবেশবাদী সংগঠন ‘তীর’ জানতে পেয়ে বিষয়টি গাইবান্ধা বন বিভাগকে জানানো হয়। এরপর ঘড়িয়ালটি উদ্ধার করে কামারজানির যমুনা নদীতে অবমুক্ত করা হয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা সবুর আলী বলেন, খবর পেয়ে ঘড়িয়াটি উদ্ধার করে যমুনা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –