• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

গরুর সঙ্গে বাসরত কুড়িগ্রামের সেই বৃদ্ধার পাশে ইউএনও

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামের রাজারহাটে গরুর সঙ্গে বসবাসরত বৃদ্ধা শান্তি বালার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম। তিনি শান্তি বালার বাড়ি চাকিরপশার ইউনিয়নের মালিপাড়ায় গিয়ে তার হাতে নগদ ছয় হাজার টাকা, দুই বান্ডিল টিন ও কম্বল তুলে দিয়েছেন।

এর আগে অশীতিপর শান্তিবালার করুণ অবস্থার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হলে তিনি শান্তি বালাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগমও উপস্থিত ছিলেন।

ইউএনও নূরে তাসনিম বলেন, সুযোগ হলে পরবর্তীতেও বৃদ্ধা শান্তি বালাকে সহযোগিতা করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –