• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কৃষকরা পেল কৃষিযন্ত্র, অসুস্থরা পেল চিকিৎসা, শীতার্তরা পেল বস্ত্র

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

গাইবান্ধায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুলিশের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষি সরঞ্জাম এবং বস্ত্র বিতরণ  করা হয়েছে। 

জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন এলাকায় রবিবার ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন পুলিশের সহপযোগিতা এই সকল কর্মকাণ্ড সম্পন্ন করে।

জানা গেছে, এবারের কার্যক্রমে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ মোট ২৩৫ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের দেখে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। 

৭০ জন দরিদ্র মহিলাকে নতুন শাড়ি দেওয়ার পাশাপাশি ৩০টি শিশুকে নতুন শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়াও ৬০ সেট পুরাতন শীতবস্ত্র বিতরণ করা হয়। কয়েকজন দরিদ্র কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে কীটনাশক ঔষধ স্প্রে যন্ত্র বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পক্ষে সামসুদ্দোহা তাপস অসীম মণ্ডল জফফার মেহতাব ও তানভির আনোয়ার এবং গাইবান্ধায় অবস্থানরত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং গাইবান্ধা জেলা পুলিশের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –