• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৭: বিপর্যস্ত জনজীবন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। প্রতিদিন হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে বাড়ছে এর তীব্রতা।

তিনি আরো বলেন, জেলায় শুক্রববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –