• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। 

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং বিআরটিএ কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা।

এ সময় আরো বক্তব্য রাখেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নুরায়েন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, বিআরটিএর সহকারি পরিচালক আলতাব হোসেন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিরুজ্জামান রাছেল প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –