• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কালীগঞ্জে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, দুইজনের জরিমানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও পণ্যে পাট জাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার না করায় দুই ব্যাক্তিকে জমিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শিয়ালখোওয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান।

পুলিশ জনায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাহী রবিউল হাসান নেতৃত্বে উপজেলার শিয়ালখোওয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রবিউল হাসান বলেন, অবৈধ কারেন্টজালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –