• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনামুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২১  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনা মুক্ত হয়েছেন। শনিবার (১৯ জুন) তিনি নিজেই মোবাইল ফোনে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে গত ৪ জুন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দিই। পরদিন করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ১৯ জুন দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে নমুনা গ্রহণ করা হয়। শনিবার দেয়া সে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

করোনা পজিটিভ হওয়ার পর থেকে মনোরঞ্জন শীল গোপাল মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলে অবস্থান করছিলেন। গত শুক্রবার প্রেশার বেড়ে গেলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।

এর আগে ৭ ফেব্রুয়ারি মনোরঞ্জন শীল গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –