• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনাভাইরাসে স্পেনে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২০  

স্পেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। দুইমাস পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জন মারা গেছেন। এর আগে শনিবার ১০২ জন মারা যায়।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ৩৫০ জন আক্রান্ত হয়েছেন। এবং ২৭ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমরা যে পথে যাচ্ছি, সেটিই একমাত্র সম্ভাব্য পথ। এ সময় জুন মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদে প্রস্তাব দেয়ার কথাও জানান তিনি।

গত ১৪ মার্চ করোনার বিস্তার রোধে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করে স্পেন। কর্মকর্তারা জানান, দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলেও ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার আগ পর্যন্ত আরো কিছু সময় বিধিনিষেধ মেনে চলা দরকার।

এরইমধ্যে চারবার স্পেনে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতা ও ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে সানচেজের বামপন্থি জোট সরকার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –