• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

করোনা শনাক্ত করতে রাজধানীতে আরো দুটি ল্যাব চালু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২০  

করোনাভাইরাস শনাক্তকরণে রাজধানীতে আরো দুটি আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত করতে আজ ৫২টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। নতুন দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। এর একটি সরকারি এবং অপরটি বেসরকারি।

নাসিমা সুলতানা জানান, নতুন দুটি ল্যাবরেটরির মধ্যে একটি চালু হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে, অপরটি বেসরকারি ডিএনএ সলিউশন লিমিটেডে। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তকরণে ল্যাবের সংখ্যা দাঁড়াল ৫২টি।

সূত্র : বাসস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –