• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

করোনা: রংপুর বিভাগে নতুন মৃত্যু ৩, মোট মৃত্যু ২০০

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০  

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন জন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। ওই তিনজনের বাড়ি নীলফামারী ও কুড়িগ্রামে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন মারা গেছেন দিনাজপুরে। এর পরেই আছে রংপুর জেলা, এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে ৯ জন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।

অপরদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –