• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা ভাইরাসে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে চার হাজার ৪শ’ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে ১২৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৬১ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১১২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯৬৯ জন।

ভারতে প্রথম করোনা শনাক্ত হয় ৩০ জানুয়ারি। শনাক্তের প্রথম দু’মাসে ভারতে করোনায় আক্রান্ত ছিল দেড়শ’রও কম। কিন্তু পরের দেড় মাসেই দ্রুত ছড়ায় ভাইরাসটি। মাত্র ৪১ দিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৩৪ গুণ।

দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় রয়েছে মুম্বাই, পুনে, গুজরাট, তামিলনাড়ু আর দিল্লি। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মধ্য প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষায়।

মে মাসের শুরু থেকেই সংক্রমণের হার বেড়েছে ভারতে। তবে লকডাউন কীভাবে পর্যায়ক্রমিকভাবে শিথিল করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করছে দেশটির সরকার। নির্দেশিকা জারি করে স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, জ্বর, সর্দিকাশির মতো মৃদু উপসর্গ থাকলে রোগীকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –