• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ওটিস গিবসন হতে পারেন টাইগারদের বোলিং কোচ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

গুঞ্জন উঠেছিল দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন হতে পারেন টাইগারদের পরবর্তী বোলিং কোচ। এবার বিসিবির সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  গিবসন। বিসিবির সঙ্গে যোগাযোগের ব্যাপারে তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে আমার কথা হয়নি বলা ভুল হবে। তবে দায়িত্ব নেয়ার মতো আলোচনা থেকে আমরা এখনো অনেক দূরে। দেখা যাক সামনে কি হয়। আমি ক্রিকেট ভালোবাসি। বোলিং কোচ হিসেবে কাজ করে আনন্দ পাই। সামনে যদি তরুণ পেসারদের নিয়ে কাজ করার কোনো সুযোগ হয় অবশ্যই সেটা নিয়ে ভাববো।’

বর্তমানে বাংলাদেশেই আছেন ওটিস গিবসন। কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কোনো দেশের সঙ্গেই পূর্ণ মেয়াদে কোচের দায়িত্বে না থাকায় তাকে নেয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন অনেকে। অনেকেই বলছেন রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে আসতে পারেন গিবসনই।

জানুয়ারির শেষে পাকিস্তানে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সফরসূচি চূড়ান্ত না হলেও শুধু টি-টোয়েন্টি সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগেই টাইগার বোলারদের জন্য কোচ নিয়োগ চূড়ান্ত করতে পারে বিসিবি। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –