• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ওজনে কারচুপির অভিযোগে রংপুরে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

রংপুর নগরীতে ওজনে কারচুপির অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ মার্চ) বিকেলে রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র পরিদর্শক ও র‍্যাব-১৩’র সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মিজান ফিলিং স্টেশন, চাঁদ ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ফিলিং স্টেশনগুলো ওজনে কম দিয়ে প্রতারণা করে আসছিলো। অভিযানে জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –