• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এবার ডিফরেন্ট রোলে অভিনয় করেছি সাফা কবির

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

অভিনেত্রী সাফা কবির নাটক, রেডিও শো, ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর বিজয় দিবসে প্রচারিতব্য কাজী সাইফ নির্দেশিত ‘পতাকা’ নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকটিতে তাকে একেবারেই ডিফরেন্ট লুকে দেখা গেছে। 

আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
আমি এখন এক ঘণ্টার নাটক নিয়েই ব্যস্ত আছি। সেই সঙ্গে এবিসি রেডিওতে প্রতি রোববার ‘লাভস্ট্রাক বাই সাফা কবির’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। এ ছাড়া ফটোশুট তো নিয়মিত হচ্ছে।

আপনি সম্প্রতি ‘পতাকা’ নাটকে অভিনয় করেছেন। দেশাত্ববোধক নাটকে অভিনয়ে কেমন অনুভূতি কাজ করে?
বিজয়ের মাসে দেশের নাটকে অভিনয়ের অনুভূতি সত্যি অসাধারণ। প্রত্যেক আর্টিস্টই চান তাদের দায়িত্ববোধ থেকে এমন কাজ করতে। ‘পতাকা’ নাটকে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে।

এ নাটকে আপনাকে একেবারেই ডিফরেন্ট লুকে দেখা গেছে। আপনি শহরের তরুণীর ক্যারেক্টার করে অভ্যস্ত, কিন্তু এ নাটকে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ ক্যারেক্টারটি করতে আপনার কেমন লেগেছে?
আসলে প্রত্যেক আর্টিস্টই চান তার কাজে ভেরিয়েশন আনতে। একই লুকে অভিনয় না করে ডিফরেন্ট ক্যারেক্টারে কাজ করতে। কাজী সাইফ ভাই যখন নাটকের স্ক্রিপ্ট আমার কাছে নিয়ে আসলেন, তখন ডিফরেন্ট রোলে কাজ করার এ সুযোগটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি।

আপনার কি চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে আছে?
চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে প্রত্যেক আর্টিস্টেরই থাকে। আমি এখনো সেভাবে প্রস্তাব পাইনি, যদি মনমতো কাজ করার স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করব।

ফটোশুট কি নিয়মিতই করছেন?
হ্যাঁ, পত্রিকাসহ বিভিন্ন ম্যাগাজিনে আমি নিয়মিতই ফটোশুট করছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –