• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এবার টাইগারদের সামনে ওয়ানডে মিশন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

দীর্ঘদিন পরে টেস্টে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে সাড়ে তিনদিনে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে মুমিনুলরা। এবার টাইগারদের সামনে ওয়ানডে মিশন।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কাল সন্ধ্যায় সিলেটে যাবে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটেই তুলনামূলক ভালো খেলে বাংলাদেশ। এর সঙ্গে আবার টেস্ট জয়ের আত্মবিশ্বাস।

ভারত-পাকিস্তানের কাছে ভরাডুবির পর ঘরের মাঠে জয়ে সন্তুষ্টি মুমিনুল। পারফরম্যান্সটাও হয়েছে ভালো। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দারুণ খেলেছে বাংলাদেশ। মুমিনুল মনে করছেন ওয়ানডেতে সবকয়টি ম্যাচই জেতা উচিৎ বাংলাদেশের।

একমাত্র টেস্টে ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।  তিনি বলেন, ‘সবকিছুই ভালো হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও ক্যাচিংয়ে আমি সন্তুষ্ট। উইকেটটাও ছিলো আমাদের উপযোগী। ঠিক স্পিন ফ্রেন্ডলি নয়, মোটামুটি স্পোর্টিং পিচ দেশের মাটিতে আমাদের দলের সঙ্গে মানানসই। সে চিন্তায়ই শেরে বাংলায় বরাবরের স্পিন ফ্রেন্ডলি পিচ বাদ দিয়ে এবার তুলনামূলক সহজ ও ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হয়েছে। সেটা আমাদের টিম পারফরম্যান্স ভালো হতেও সহায়ক উপাদান হিসেবে কাজ করেছে।’

প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার আভাস, সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হয়তো শেরে বাংলার টেস্ট উইকেটের মতোই উইকেট দেখা যাবে। পূণ্যভূমি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ হবে সিরিজের তিন ওয়ানডে।

সে সিরিজ খেলতে আগামীকাল (বৃহস্পতিবার) সিলেট যাচ্ছে দুই দল। তবে একই সময়ে যাচ্ছে না বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ভিন্ন দুই ফ্লাইটে ভিন্ন সময়েই যাবে তারা। বৃহস্পতিবার বেলা ১১টার ফ্লাইটে প্রথমে যাবে জিম্বাবুয়ে। পরে সন্ধ্যা ৬টার ফ্লাইটে রওয়ানা হবে বাংলাদেশ দল। যার মানে দাঁড়ায় ওয়ানডে সিরিজের আগে ঢাকায় কোনো অনুশীলন পর্ব নেই দুই দলের। টানা চারদিন খেলার পর আজ  ছুটি। বৃহস্পতিবার সিলেট পৌঁছে শুক্র-শনিবার অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ স্কোয়াড :

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –