• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

এক বছরে রংপুরে ২৮ জঙ্গি গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

রংপুর বিভাগের আট জেলায় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এছাড়া ১৯টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড গুলি, বিপুলসংখ্যক মাদকদ্রব্য, চাঞ্চল্যকর মামলার আসামিসহ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরে রংপুর, লালমনিহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অভিয়ান চালিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের আঞ্চলিক পর্যায়ের শীর্ষ নেতাসহ ২৮ জঙ্গিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আল্লার দলের ১৩ জন, জেএমবির ১২ জন ও উগ্রপন্থী জঙ্গি তিনজন রয়েছেন।

সে সময় উদ্ধার করা হয়েছে নয়টি বিদেশি পিস্তল, দেশের তৈরি দুইটি পিস্তল, ওয়ান শুটার গান সাতটি, পাইপগান একটি ও ২১ রাউন্ড তাজা গুলি। এছাড়াও বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদক উদ্ধারেও সাফল্য দেখিয়েছে র‌্যাব-১৩ রংপুরের সদস্যরা। তারা গত এক বছরে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন এলাকা থেকে ৭০৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৮৬ হাজার পাঁচশ ৫৪ পিস ইয়াবা, ১৯ হাজার দুইশ ৯৭ বোতল ফেনসিডিল, চারশ ২৫ কেজি গাঁজা, পাঁচশ ৫৮ গ্রাম হেরোইন, বিদেশি বিয়ার চারশ ৮ ক্যান, বিদেশি মদ একশ এক বোতল, চোলাই মদ দুই হাজার ১৬ লিটার ও নেশা জাতীয় ইনজেকশন আট হাজার তিনশ ৫৫ পিস।

র‌্যাব গত বছরে রংপুর বিভাগে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করেছে। এই চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণর মামলাগুলো হচ্ছে রংপুরে স্কুলছাত্র রশীদ হত্যাকাণ্ড, নগরীর বাহারকাছনায় দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যাকাণ্ড, দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মেহেদী হাসান হত্যাকাণ্ড ও রংপুরের কাউনিয়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই তরুণী গণধর্ষণ। এসব ঘটনায় র‌্যাব বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এর প্রধান আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

গত এক বছরে রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন, কুড়িগ্রামের শীর্ষ সন্ত্রাসী আবু তালেব ও রংপুরের হেলমেট বিল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসব সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং একটি ওয়ান শুটার ও গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগে মোকাবিলা ও অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটিয়েছে র‌্যাব-১৩। মানবিক সহায়তার অংশ হিসেবে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ পানি বন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য সহায়তা নিয়ে। সম্প্রতি গাইবান্ধার রামচন্দ্রপুরে বুদ্ধি প্রতিবন্ধী প্রায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী শিশু ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট ও কম্বল বিতরণ করেছে । একইভাবে রংপুরেও শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

র‌্যাব-১৩ কমান্ডিং অফিসার রেজা আহামেদ জানান, সবার সহযোগীতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অন্যায়ের সঙ্গে যারা জড়িত থাকবে আমরা তাদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করব।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –