• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উলিপুরে নকশিকাঁথা তৈরি করছেন নারীরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

উলিপুরের তবকপুর বামনেরহাট গ্রামের উদ্যোক্তা মর্জিনা বেগম প্রথম নকশিকাঁথা তৈরি করা শুরু করেন। বর্তমানে তার অধীনে প্রায় ৩৬০ জন নারী কাজ করছেন।

নকশিকাঁথা তৈরির কারিগর রুমি, লাকি ও ইতি আক্তার জানান, একটি করে নকশিকাঁথা তৈরি করে ৫০০ টাকা মজুরি পান তারা। প্রত্যেকে মাসে ৫-৬টি কাঁথা তৈরি করেন।

উদ্যোক্তা মর্জিনা বেগম বলেন, সরকারি ও বেসরকারি সাহায্য পেলে নকশিকাঁথা শিল্পের প্রসার ঘটবে।

কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, তাদের তৈরিকৃত পণ্য অনলাইনের মাধ্যমে বাজারজাতকরণে সহযোগিতা করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –