• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

উলিপুরে উকুননাশক মাথায় দিয়ে মা-মেয়ে হাসপাতালে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

কুড়িগ্রামের উলিপুরে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) মাথায় দিয়ে একই পরিবারের মা ও দুই মেয়ে গুরুত্বর অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে, পৌর শহরের কাশির খামার এলাকায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত দুদিন আগে ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম (৪০) ফেরিওয়ালার কাছ থেকে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) কিনে নেন। এরপর নিজে এবং তার দুই মেয়ে নার্গিস বেগম(১৮) ও লাইজু বেগম (১১) মাথায় ব্যবহার করেন। পরে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাদের বমি হতে থাকে। ধীরে ধীরে তাদের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নার্গিস ও লাইজু বেগমকে প্রাথমিক চিকিৎসা দেন এবং হালিমার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে নেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ডা. আব্দুল আজিজ প্রধান বলেন, গবাদিপশুর ওষুধ মানুষের ব্যবহারের জন্য নয়। এই ওষুধ ব্যবহারের ফলে মানুষের শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –